২০১৮ সালে ইন্টার মায়ামি যাত্রা শুরু করে ২০২০ মৌসুমে মেজর লিগ সকারে খেলতে শুরু করে। লিওনেল মেসি ১৫ জুলাই মায়ামি যোগদান করেন। ইন্টার মায়ামি তার প্রথম শিরোপা লিওনেল মেসি যোগদানের পরেই তার হাতে শিরোপা অর্জন করেন। ইন্টার মায়ামি | লিওনেল মেসি সম্পর্কিত খবর, ছবি, প্রতিবেদন জানতে পড়ুন নিউজবাংলার ইন্টার মায়ামি পাতায়।